Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। চারদিকে সবুজ পাহাড় ঘেরা একটি বৈচিত্রময় জনপদ যেখানে মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, খেয়াং, রাখাইন, সর্বোপরি বাঙ্গালীসহ ০৭টি জাতিসত্ত্বার বসবাস করে। পাড়ার থেকে নেমে আসা ঝর্ণা  আর অসংখ্য পাহাড়ি ছড়ার(ঝিড়ি) ভরপুর। পাহাড়ি ফুলে রঙিন হয়ে আছে উচু-নিচু ,আকাঁ-বাকাঁ মেঠো পথের দুপাশ নাম না জানা হরেক পাখির কল কাকলিতে মুখারত সবুজ বন, আর নাম  জানা অজানা অসংখ্য পোকা-মাকড়ের সুরের মন ভরে যায়। সেই জনপদে নাম রাজস্থলী। এখানে দেখা যায় সম্প্রদায়িক সম্প্রীতির অর্পূব এক মিল বন্ধন। রাজস্এথলী আয়তন প্রায় ১৪৫ বর্গই কিলোমিটার। এখানে ৩টি ইউনিয়ন আছে।এছাড়াও ১টি ইউনিয়ন সাব সেন্টারও ১০টি কমিউনিটি ক্লিনিক আছে।হাসপাতালের সকল  কর্মকর্তাও কর্মচারীদের বায়োমেট্রিট পদ্বতিতে হাজিরা দেবার সেবা চালু রয়েছে।এই হাসপাতালের দক্ষ ডাক্তার, নার্স ও মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য সহকারি ও ল্যাব টেকনিসিয়ান দ্বারা অইটডোর ও ইনডোর উভয়ই সেবা হয়। এছাড়াও ইপিআই, আইএমসিআই, প্রসব পূরবর্তি ও পরবর্তি চেকআপ, নরমাল ডেলিভারি, ম্যালেরিয়া জন্য রিপিট ডায়গ্নস্টিক টেস্ট , করোনার টেস্ট , করোনা টিকা সর্ম্পূণ বিনামূল্যে সেবা দেয়া হয়।