Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিটিজেন র্চাটার

১. হাসপালে চিকিৎসা সেবা পাওয়া সকলের অধিকার

২. রহি বিভাগ সকাল ৮.৩০ টা হতে বিকাল ২.৩০ পর্যন্ত  (সরকারি ছুটির দিন ছাড়া)

৩. জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা (সরকারি ছুটি ও অন্যান্য ছুটি দিনেও)

৪. বহি বিভাগ বিদ্যামান সুযোগ সুবিধা অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান

৫. সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ বিমামূল্যে প্রদান, চিকিৎসা প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয় করতে হতে পারে

৬. ভর্তি রোগীদের বিনামূল্য খাবার সরবরাহ

৭.চিকিৎসা পরার্মশ অনুযাযী রক্ত, মল,-মূত্র, কফ পরীক্ষা এবং এক্স-রে সুবিধা

৮. ডায়রিয়া রোগীর জন্য ও আরটি  কর্ণার সহ ২৪  ঘন্টা চিকিৎসা সুবিধা

৯. দিবা রাত্রী ২৪ ঘন্টা জরুরী  প্রসূতী সেবা (ডেলিভারি) চিকিৎসা সুবিধা

১০.স্বাস্থ্য কর্মীর সরাসরি তত্ত্বাবধানে (ডটস) যক্ষা রোগের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান

১১.০-১ বছর বয়সী শিশুদের ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হাম, পোলিও, যক্ষা ও হেপাটাইটিস রোগের প্রতিষেধক টিকা প্রদানৎ

১২. নিওমোনিয়া রোগের চিকিৎসা সেবা

১৩. ১৫-৪৫ বছর বয়সী মহিলারে সিডিউল মোতাবেক টিটি ৫ ডোজ ধনুষ্টংকারের টিকা প্রদান

১৪. হাসপাতালে আগত রোগী ও রোগীর সঙ্গীদের স্বাস্থ্য, ‍পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য  সম্পর্কিত শিক্ষাদান

১৫.সক্ষয় দম্পতিদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক পরার্মশ প্রদান ও পদ্ধতি নির্বাচনে সহায়তা

১৬. বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে রেফারকৃত রোগীদের অধিকতর গুরত্ব সহকারে সেবা প্রদান

১৭. প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য কোন কোন রোগীকে জেলা হাসপাতালে রেফার করা

১৮. ভর্তি যোগ্য রোগীদের আন্ত: বিভাগে ভর্তি ও চিকিৎসা সেবা প্রদান

১৯. টেলিমেডিসিন সেবা (সরকারি ছুটির দিন ছাড়া)

২০. সরকারি নীতিমালার আওতায় এ্যাম্বুলেন্স সার্ভিস সকলের জন্য উন্মুক্ত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজস্থলী